ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৯

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে বার্ধক্যজনিত রোগ ও দুর্ঘটনায় তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কাজী আলাউদ্দিন (৬৬) নামে এক মুসল্লি নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাজী আলাউদ্দিন সুনামগঞ্জের লক্ষীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে।

এর আগে বুধবার রাতে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে টঙ্গীতে দুর্ঘটনায় আরো দুই মুসুল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন যথাক্রমে নরসিংদীর বেলাবো থানার বীর বাগদে এলাকার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার টেংরাকান্দি এলাকার মো. গুলজার (৪৫)। তাদের মধ্যে গুলজার ট্রেনের এবং আব্দুর রহমান কভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :