সামাজিক বন্ধনে উদাহরণ তৈরি করতে চান রিপন

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ২১:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নানা প্রতিশ্রুতি দিয়ে ঢাকার দুই অংশের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। কাউন্সিলর প্রার্থী রাহাদুল ইসলাম রিপন দিচ্ছেন ভিন্নধর্মী প্রতিশ্রুতি। নির্বাচিত হলে ক্ষয়ে যাওয়া সমাজব্যবস্থায় সামাজিক বন্ধন সুদৃঢ় করতে কাজ করার কথা বলছেন তিনি।

রিপন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী। লড়ছেন রেডিও মার্কায়।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিপন তার নির্বাচনী এলাকা  মিরপুর-৬, ব্লক-সি, ব্লক-ডি, ৬নং বাজার মসজিদ রোড, ব্লক-ট, চলন্তিকা মোড়, মিল্কভিটা মোড়, মিরপুর-৭নং সেকশনের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।

তিনি এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করে রেডিও প্রতীকে ভোট প্রার্থনা করেন।

রিপন বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে তাহলে ওয়ার্ডকে ভিন্ন আঙ্গিকে এবং সমাজের বন্ধনের সর্বোচ্চ উদাহরণ তৈরি করব। গড়ে তুলতে চাই সবুজ আবাসস্থল ও পরিষ্কার ও পরিচ্ছন্ন ওয়ার্ড নগরী।

এসময় বিএনপি ও এরঅঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে অংশ নেয়। এসময় রিপন বেশ কয়েকটি পথসভায়ও অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/বিইউ/জেবি)