বিপিএলে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা রাসেল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ২৩:২১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

শেষ হলো বঙ্গবন্ধু বিপিএল। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে শিরোপা ঘরে তুলল রাজশাহী রয়্যালস। ফাইনাল ম্যাচে ১৬ বলে অপরাজিত ২৭ রান করে ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আন্দ্রে রাসেল।

সেই সাথে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন রাসেল। পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেছেন রাসেল। আর বল হাতে নিয়েছেন ১৪ উইকেট।

শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রাজশাহী রয়্যালস। বিপিএলে রাজশাহীর এটি প্রথম শিরোপা। এদিন রাজশাহীর দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করতে সক্ষম হয় খুলনা।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)