ইতালিতে দ্যা রাইজিং স্টারের গ্রান্ড ফাইনাল শনিবার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ২৩:৩৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

প্রতিভার সন্ধানে ইতালিজুড়ে শুরু হয়েছে দ্যা রাইজিং স্টার, যা ইতিমধ্যে  বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড শেষে ১৮ জানুয়ারি শনিবার রোম শহরের আর্কো দি ত্রাভেরতিনোর সান গাসপারে থিয়েটারে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

ইতালি বাংলাদেশি কমিউনিটিতে সাড়া জাগানো এই অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন দ্য রাইজিং স্টারের কর্মকর্তারা।

গ্র্যান্ড ফিনালের সারাদিনব্যাপী অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহর থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তারা বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবেন।

ইতালিতে বাংলাদেশি কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দেয়ার এ অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কমিউনিটির বিভিন্ন স্তরের সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা দ্য রাইজিং স্টার এর এই অনন্য উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজনের সাথে কাজ করছে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এবং বাংলা প্রেসক্লাব, ইতালি।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)