বকুল তলায় নবম রসের মেলা

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১১:৫৮ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ০৯:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় ‘রঙ্গে ভরা বঙ্গে’র আয়োজনে নবমবারের মত রসের মেলা। খেজুর রসে গলা ভেজানোর পাশাপাশি মুড়ি-মুড়কি, গুড়-পাটালি ও রসের পিঠা খাওয়ায়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলন পালাকারের পরিবেশনায় চলে কালু-গাজী ও চম্পাবতীর পালা।

আলপথে চলতে চলতে শিশিরে ভিজে যাওয়া পায়ের পাতা। সন্ধে হলেই গাছে গাছে বাঁধা হচ্ছে হাঁড়ি। সকাল হতে না হতেই খেজুর রসের চেনা স্বাদে মাতোয়ারা। বাড়ির উঠান বা ধান কেটে নেওয়া শূন্য মাঠে গোল হয়ে বসে সেই রস আস্বাদন-এ দৃশ্যগুলো অনেকেরই চেনা। তবে ইট-পাথরের এই নগরে এ দৃশ্যের দেখা মেলা কঠিন।

কোথায় খেজুরের রস পাওয়া যায়? নগরে জেঁকে বসা শীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের যেন স্লোগান হয়ে গেছে এই প্রশ্ন। ফেলে আসা গ্রামের স্মৃতিজাগানিয়া খেজুরের রসের স্বাদ নিতে যাঁরা ব্যাকুল ছিলেন, গতকাল শুক্রবার সকালটা ছিল তাঁদের জন্য।

খেজুরের রসের সঙ্গে মুড়ি দিয়ে জমিয়ে সকালের নাশতা সেরেছেন তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। আরও ছিল খই আর খেজুরের গুড়।

নবমবারের মতো সাংস্কৃতিক সংগঠন রঙ্গে ভরা বঙ্গ আয়োজন করে এ রস মেলার। রসের মেলা উদ্বোধন করেন শিল্পী আবুল বারক আলভী ও শাহাজাহান মৃধা বেনু।

ছিলেন বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক শাহিদা খাতুন ও ইউডার চারুকলা বিভাগের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপক হায়াৎ মামুদ। সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইমরান উজ-জামান, পরিচালক (ফোকলোর)।

মেলার আহবায়কের দায়িত্বপালন করেন ডা শওকত আরা হায়দার ও সদস্য সচিব রাহনুমা জাররীন।

রসের মেলায় আসা সবাইকে খেজুরের রস, খেজুরের গুড়, খই ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়। শুকনো পাতা দিয়ে তৈরি বাটিতে খেজুর গুড় ও খই-মুড়ি খেতে খেতে নানা রসবোধে মেতেছিলেন অনেকেই।

তাঁদের সে রসবোধকে আরও মিঠে করে তোলে পোড়ামাটির গ্লাসে কুয়াশামাখা খেজুর রসের মিঠে স্বাদ।

অনুষ্ঠানের শেষে নেত্রকোনার মিলন পালাকারের গাজী-কালুর কিসসা সবাইকে আনন্দে মাতিয়ে তোলে।

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএস

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :