চলে গেলেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ১২:৩৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০, ১২:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

চলে গেলেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। হাঁটা চলা করতে পারার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ছিলেন নেপালের খগেন্দ্র থাপা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। খবর বিবিসির।

খগেন্দ্র থাপার উচ্চতা ছিল ৬৭.০৮ সেন্টিমিটার (২ ফুট ২.৪১ ইঞ্চি)। ২০১০ সালে  ১৮ বছর বয়সে তিনি সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে গিনেস বুকে নাম ওঠান।

গিনেস রেকর্ড কর্তৃপক্ষ তার বন্ধুর বরাত দিয়ে জানিয়েছে, অনেকদিন থেকে হার্টের সমস্যা, হাঁপানি এবং নিউমোনিয়ায় ভুগছিলেন খগেন্দ্র। বৃহস্পতিবার নেপালের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গিনেস রেকর্ড বুক দুই ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়। একটি হলো সচল অন্যটি হলো অচল।

১৯৯২ সালের ১৪ অক্টোবর তিনি নেপালে জন্মগ্রহণ করেন। তার বাবা জানিয়েছিলেন, খগেন্দ্র যখন জন্মগ্রহণ করেছিল তখন এতটাই ছোট ছিল যে হাতের তালুতেই তাকে ধরা যেত। এছাড়া বেশি ছোট হওয়ার কারণে তাকে গোসল করাতেও অসুবিধা হতো। 

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/একে