বঙ্গবন্ধু গোল্ডকাপ

রবিবার বাঁচা-মরার লড়াই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৯:১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে টিকে থাকতে হলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে কাল (রবিবার) শ্রীলংকার বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে স্বাগতিক বাংলাদেশের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলংকা উভয় দেশের জন্যই বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে। কারণ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ যেমন বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে। তেমনি শ্রীলংকাও একই ব্যবধানে হার মেনেছে মধ্য প্রাচ্যের দেশটির কাছে। আর টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ইতোমধ্যে গ্রুপ সেরা হিসেবে শেষ চারে নাম লিখিয়ে নিয়েছে ফিলিস্তিন।

সেমিফাইনালে জায়গা করে নেয়ার জন্য লংকানদের বিপক্ষে তীব্র লড়াইয়ের প্রত্যাশা করছে জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কাল অধিনায়কের অংশগ্রহণ নিয়েই শংকা দেখা দিয়েছে।

ইনজুরির কারণে শনিবার দলীয় অনুশীলনের সময় সাইডলাইনে বসেই কাটিয়েছেন জামাল। তবে সুস্থতা ফিরে পাবার জন্য শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক।

বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে বলেছেন, ‘প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে তার শিষ্যরা আরো শক্তি সঞ্চার করে লড়াইয়ে নামবে লংকানদের বিপক্ষে। হেরে গেলেও ফিলিস্তিনের বিপক্ষে ছেলেদের দৃঢ়তা দেখে আশা বলেই জানান স্বাগতিক কোচ। বলেন তারা প্রথম ম্যাচের মত ভুল আর করতে চায় না।’

লংকান কোচ পাকির আলী বলেছেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে তার শিষ্যরা কয়েক মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলেছিল। যে কারণে তারা হেরে গেছে।’

তবে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন যে, বাংলাদেশ অবশ্যই আক্রমণাত্মক মেজাজে খেলবে। বিপরীতে তার শিষ্যরাও আক্রমণাত্মক মেজাজেই থাকবে। ম্যাচটি তাদের জন্যও বাঁচা মরার লড়াই উল্লেখ করে লংকান কোচ বলেন, ‘ম্যাচ জয়ের মাধ্যমে টুর্নামেন্টে টিকে থাকার জন্য তার দল সেরাটা দিয়েই লড়বে।’

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :