ছেলের জন্য ভোট চাইলেন তাবিথের মা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জমজমাট প্রচার প্রচারণায় জমে ওঠেছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। ঢাকা উত্তরে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মধ্যে। এজন্য দলীয় নেতাকর্মীর পাশাপাশি প্রার্থীদের পরিবারের সদস্যরাও ভোট চাইতে মাঠে নেমেছেন।

তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়ালকে প্রথম দিনের মতো শনিবার প্রচারণা চালাতে দেখা গেছে ঢাকা উত্তরে। শনিবার দুপুরে রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ী এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

গণসংযোগের সময় নাসরিন আউয়াল ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ছেলে তাবিথ আউয়ালের জন্য ভোট চাইতে দেখা গেছে তাকে।

এসময় নাসরিন আউয়ালের সঙ্গে স্থানীয় মহিলা দলের নেত্রীরাও অংশ নেন।

এর আগে আতিকুল ইসলামের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে ডা. শায়লা শাগুফতা ইসলামকে। সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার জন্য ভোটারদের কাছে ভোট চান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ওইদিন সরস্বতী পূজা থাকায় এর বিরোধিতা করছেন হিন্দু ধর্মালম্বীরা। শুরুতে নির্ধারিত দিনে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় থাকলেও তারিখ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/বিইউ/জেবি)