ভৈরবে তিন মাদকসেবীর কারাদণ্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৫১

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুবনা ফারজানা।

মাদকসেবীদের মধ্যে ভৈরব শহরের কালীপুর গ্রামের জিহাদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, জগনাথপুর এলাকার মহরম আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, একই এলাকার মামুনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুজনকেই দু’দিন কারাবাসের আদেশ দেয় আদালত।

এদিকে ভৈরব থানা পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তারা হলেন- ভৈরব পৌর এলাকার কালিপুর গ্রামের সিয়াম, পলতাকান্দা এলাকার আসিফ, একই এলাকার নয়ন ও কিশোরগঞ্জ সদর থানা এলাকার ফিরোজ হোসেন। ভৈরব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :