জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইবির তিন স্বর্ণ জয়

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২০:২৭

মুজিববর্ষ উপলক্ষে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনজন শিক্ষার্থী স্বর্ণপদক ও এক শিক্ষার্থী রৌপ্যপদক পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র মতে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৬-১৮ জানুয়ারি জাতীয় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্বর্ণ ও এক শিক্ষার্থী রৌপ্যপদক জয়লাভ করে। এর মধ্যে তামান্না আক্তার ১০০ মিটার হাভেলস ইভেন্টে স্বর্ণপদক, রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে স্বর্ণপদক, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক ও প্লাবনী হক হাইজাম্প ইভেন্টে রৌপ্যপদক লাভ করেছে। চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের।

এবারের অ্যাথলেটিকস আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, সামরিক অধিভুক্ত ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশ নেয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :