নড়াইলে সুলতান মেলায় আন্তর্জাতিক আর্ট ক্যাম্প

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ২১:২৭

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলে সুলতান মেলায় আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চে এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ।

স্বাগতিক বাংলাদেশসহ ভারত ও জিম্বাবুয়ের ২২ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শুরু হয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

এদিকে বাংলাদেশ, ভারত, নেপাল, আমেরিকা ও জিম্বাবুয়ের চিত্রশিল্পীদের আঁকা ১১৮টি ছবি নিয়ে সুলতান মেলায় চিত্র প্রদর্শনী চলছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এ প্রদর্শনী।

আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, জিম্বাবুয়ের চিত্রশিল্পী থাসারা কাডিংগা সাইয়ো, ভারতের চিত্রশিল্পী রূপালী রায়, বাংলাদেশের চিত্রশিল্পী তপু খান প্রমুখ।

গত ১৬ জানুয়ারি বিকালে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ১২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। 

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা চলছে। সমাপনী অনুষ্ঠানে ২৭ জানুয়ারি ‘সুলতান পদক’ দেয়া  হবে।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)