সাভারে অস্ত্রসহ সাত মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫০

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

সাভারের আমিন বাজার এলাকা থেকে অস্ত্রধারী সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫ শতাধিক ফেনসিডিল, বিদেশি পিস্তল এবং ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাসিরুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাইরন আলী, সাহাবুর ইসলাম, আবু সায়েম ও শামীম রেজা। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সাভারের আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখাত।

গ্রেপ্তাররা দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিনবাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)