শিশু ধর্ষণকারীদের কেন মৃত্যুদণ্ড নয়: হাইকোর্ট

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের সাজা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রবিবার এ বিষয়ে এক  রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’

আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি ধর্ষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সংসদের চলতি অধিবেশনে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যার দাবি ওঠে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এআইএম/জেবি)