ফরিদপুরে গঙ্গা পূজা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:৫০

ফরিদপুরে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের মালো সম্প্রদায়ের গঙ্গা পূজা। শনিবার রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে ইব্রাহিমদী গ্রামের মালো পাড়ায় মহা ধুমধামে এই পূজা অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের আয়োজনে পূজাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে নাচ-গানের প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গোপাল মালো, উত্তম সাহা, প্রফেসর আবুল কাশেম, সেলিম মাতুব্বর, রঞ্জিত মালো প্রমুখ।

এর আগে পূজা অর্চনা হয়। পুরোহিত হিসেবে ছিলেন রাজা গোস্বামী। তিনি জানান, পূজায় অংশ নেয়ার চার দিন আগে থেকে নদী, নালা-খাল-বিলে কাজ বন্ধ রেখে অনেকে উপস থাকেন।

আয়োজক রঞ্জিত মালো জানান, ফরিদপুরের এই মালো পাড়ায় গত ৪০ বছর ধরে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি বলেন, ‘আমরা যারা নদী, নালা-খাল-বিলে জীবিকা নির্বাহ করি তারাই এই পূজা করে থাকে।’

ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :