অনুষ্ঠান দুইটায়, নেতারা আসলেন তিনটায়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:২৪ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:০৭

দল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষণা করা হয়েছিলো নানা কর্মসূচি। এর মধ্যে ছিল জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো ও কেন্দ্রীয়ভাবে আলোচনা।

রবিবার সকালে দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা জিয়ার সমাধিতে ঠিকঠাক শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু আলোচনা স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সময় মতো পৌঁছাননি কেউই। দুপুর দুইটায় আলোচনা শুরুর কথা থাকলেও আড়াইটা পর্যন্ত কর্মী সমর্থকদেরও দেখা মেলেনি। কেন্দ্রীয় নেতারা আসেন সোয়া তিনটার পরে। যে কারণে প্রায় ঘণ্টাব্যাপী মিলনায়তনের বেশিরভাগ চেয়ারই ফাঁকা দেখা গেছে।

ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যখন অনুষ্ঠান শুরু হয় তখন একে একে আসতে থাকেন নেতারা।

আলোচনা সভার প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানস্থলে আসেন তিনটা ১৮ মিনিটে। আর সাড়ে তিনটায় আসেন অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমন অবস্থায় জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তৃতা দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, আমরা সবাই নিজেদের জিয়াউর রহমানের সৈনিক দাবি করি। কিন্তু যখন এখানে আসি তখন মঞ্চ ফাঁকা। সামনের আসনও ফাঁকা ছিলো। তাহলে কিসের সৈনিক আমরা?'

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গত নির্বাচনে ৮৪৮ জনকে মনোনয়নপত্র দিয়েছিলাম। যাদের বেশিরভাগই ঢাকায় এখন। তাদের কেন রাজপথে পাই না। ছাত্রদল-যুবদলসহ অন্যরা মাঠে থাকলেও তারা নাই। এভাবে আর কত দিন? তারা মাঠে থাকবেন না, আর বলে বেড়াবেন আমরা এমপি প্রার্থী ছিলাম।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা অনেক কথা বলি। কিন্তু সে অনুযায়ী মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের আয়নায় মুখ দেখার সময় হয়েছে।

আমরা রাস্তায় না থাকলে দানবকে প্রতিহত করা যাবে না।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :