জামানতবিহীন ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ১৯:১৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ২০ কোটি টাকা জামানতবিহীন ঋণ দিতে ব্র্যাক ব্যাংকের সাথে এসএমই ফাউন্ডেশনের চুক্তি সই হয়েছে। এখাতে সুদের হার ধরা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

রবিবার রাজধানীর এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর. এফ হোসেন এ চুক্তিতে সই করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোসিয়ারি ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন ৬ কোটি টাকা। পিরোজপুরের বলদিয়া এবং যশোরের নরেন্দ্রপুরের ক্রিকেট ব্যাট ক্লাস্টারের উদ্যোক্তারা দুই কোটি টাকা আর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী, নোয়াখালী এবং ঢাকার চামড়াজাত পণ্য ক্লাস্টারের উদ্যোক্তারা পাবেন ১২ কোটি টাকা। প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

চলতি মূলধন, মূলধনী যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ ৩ বছর। 

 (ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেআর/ আরএ)