হবিগঞ্জের এপিপি কালাম কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫২

নারীসহ আটক সহকারী পাবলিক প্রসিকিউটর আবুল কালামকে অবশেষে শনিবার রাতে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সদর উপজেলার তেতৈয়া গ্রামের বাসিন্দা ও গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, বন্ধের দিনে বোরকা পরা এক নারী নিয়ে চিফ জুডিসিয়াল আদালতের তৃতীয় তলায় সরকার কর্তৃক বরাদ্দ এপিপি রুমে দরজা বন্ধ করে প্রায় ঘণ্টা সময় ব্যয় করেন এপিপি আবুল কালাম। বিষয়টি কোর্ট পুলিশের নজরে এল মোবাইল ফোনে পুলিশ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে জানান। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে আসার আগে আবুল কালাম ওই মেয়েটিকে রিকশায় তুলে পাঠিয়ে দেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সদর থানাকে জানান ম্যাজিস্ট্রেট। পরে সদর থানার পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামের বাসা থেকে তাকে আটক করেন।

ওসি আরো জানান, এই ঘটনায় এসআই খুরশেদ আলী মামলা দিয়ে তাকে আদালতে পাঠিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :