শীতার্ত মানুষকে কম্বল দিল এসপিডি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের অসহায় দুস্থ ও অসচ্ছল ১৩৫ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপস ফর পিপল ডেভেলপমেন্ট (এসপিডি)।

শনিবার দৌলতপুরে অবস্থিত সংস্থাটির কার‌্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় এসপিডির পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপিডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। আর কম্বল পেয়ে আনন্দিত অসহায় শীতার্তরা। তারা জানান,শুধু শীত নয় প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ সংস্থাটি হতদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে থাকে।

এ ছাড়া স্বাস্থ্যসেবায় স্যানিটেশন, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ, দারিদ্র্য বিমোচনে সেলাইমেশিন ও ডেউটিন বিতরণ করা হয়েছে। এসব সুবিধা পেয়েছেন সমাজের অসহায় বৃদ্ধ ও স্বামীহারা নারীরা।

এসপিডি গত ছয় বছর ধরে পিছিয়ে পড়া দুর্গম চরাঞ্চলের প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে আফটার স্কুল প্রোগ্রাম করে আসছে।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এআইএম/মোআ)