দলের সঙ্গে আমরাও পাকিস্তান সফরে যাব: পাপন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ২০:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ জানুয়ারি পাকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাহোরে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, খেলোয়াড়দের মানসিকভাবে সাহস যোগাতে তিনিসহ বিসিবির কয়েকজন কর্মকর্তা পাকিস্তানে যাবেন।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা কঠিন এবং এজন্য আমরা আগেভাগেই নিরাপত্তা দল সেখানে পাঠিয়েছি। সেখানকার পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এনএসআই, ডিজিএফআইয়ের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। আমাদের দিক দিয়ে, আমরা পুরো প্রস্তুতি নিয়েছি। এখন আমরা চাই, খেলোয়াড়রা নিশ্চিন্ত মনে সেখানে ক্রিকেট খেলুক।’

পাপন জানান, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে, পাকিস্তানে নিজেই উপস্থিত থাকবেন তিনি। তার সাথে থাকবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। দলের অপারেশন ম্যানেজার হিসেবে থাকবেন সাব্বির খান।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি ছেলেদেরক এই বার্তাটাই দিতে চাই যে, আমরাও তাদের সাথে পাকিস্তান সফরে যাব। একসাথে থাকব, খাব।’

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এসইউএল)