সন্ত্রাসীদের গুলিতে জেএসএস এমএন লারমা কর্মী নিহত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ২১:১৪

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস এমএন লারমা দলের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পান্ডব চাকমা (২৮)। তার বাবার নাম প্রফুল্ল চাকমা।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে বান্দরতলা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বান্দরতলা এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। গোলাগুলি থামার পর স্থানীয়রা সেখানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছে। দেহটি এখনো সেখানে পড়ে আছে।

জেএসএস এমএন লারমা দলের রাঙামাটি জেলা পর্যায়ের এক শীর্ষ নেতা নিহত পান্ডবকে নিজেদের কর্মী দাবি করে বলেন, সকালে দুজন কর্মী সাংগঠনিক কাজে বান্দরতলা যাচ্ছিল। এ সময় পথে ওঁৎ পেতে থাকা জেএসএসের অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি করলে পান্ডব ঘটনাস্থলে মারা যায়। আরেকজনের কী হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে এখনো নিখোঁজ।

অভিযোগের ব্যাপারে কথা বলতে জেএসএস মূল দলের কোনো সদস্যকে মোবাইলে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনাস্থলটি প্রত্যন্ত হওয়ায় পুলিশ এখনো সত্যতা নিশ্চিত করতে পারেনি। রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমরা খোঁজ নিচ্ছি। লাশ না পাওয়া পর্যন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে না।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম/এলএ)