ঠাকুরগাঁওয়ে নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ২২:২৮

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ে গরু নিয়ে বাজারে যাওয়ার সময় চাকা খুলে নছিমন উল্টে গিয়ে গিয়াস উদ্দীন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়  নছিমন চালক, হেলপারসহ ১৪ জন গরু ব্যবসায়ী আহত হন।

রবিবার দুপুর ২টায় রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দন চহট বিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দীন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা। অন্য আহতরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি নছিমনে করে গরু নিয়ে ১৩ জন ব্যবসায়ী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে যাচ্ছিল। পথে নছিমনের চাকা খুলে গেলে নছিমনটি রাস্তার উপর উল্টে যায় এবং চালকসহ ১৫ জন গরু ব্যবসায়ী আহত হয়।

খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গিয়াস উদ্দীনসহ বাকি ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম বলেন, গিয়াস উদ্দীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বিকাল সাড়ে ৩টার সময় মারা গেছেন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

গিয়াস উদ্দীনের ভাতিজা আবু সালেক জানান, রাতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম/এলএ)