সড়ক দুর্ঘটনায় আহত লেবানন প্রবাসী মজিদের মৃত্যু

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ২২:৩০

ওয়াসীম আকরাম, লেবানন

গত বছরের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ গুরুতর আহত হয়ে বিগফাইয়ার বাহান্নাস হাসপাতালে পাঁচ মাসের অধিক সময় চিকিৎসাধীন ছিলেন। পরে রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লালি…রাজিউন)। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আব্দুল মজিদের দেশের বাড়ি বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর থানার শ্যামপুর গ্রামে। তারা বাবার নাম গোলাম গাজী।

মৃত আব্দুল মজিদ ‌চার বছর আগে জীবিকার তাগিদে লেবাননে আসেন। বৈধ হয়ে লেবানন এলেও কোম্পানির সমস্যার কারণে পরবর্তীতে অবৈধভাবে কাজ করতে পাহাড়ের উপরে বিগফায়া এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে যান।

পরিবারের সদস্যরা দূতাবাসের কাছে আবেদন জানিয়েছে, তার লাশ যেন স্বল্প সময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বৈরুত দূতাবাস জানিয়েছে, তিনি অবৈধভাবে কাজ করতেন। যত দ্রুত সম্ভব, তার কাগজপত্র চূড়ান্ত করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)