ভারত থেকে এক কোটি বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে: বিজেপি নেতা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০৮:১১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০, ১৬:২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি(বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত রবিবার পশ্চিমবঙ্গের পরগণায় এক জনসভায় দিলীপ ঘোষ বলেন, এক কোটি অবৈধ মুসলমান সরকারের ভর্তুকি দেয়া ২ রুপি কেজি চালে উদরপূর্তি করছে। আমরা তাদের ফেরত পাঠাবো।

এছাড়া তিনি আরো বলেন, কোনো আন্দোলনেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিল হবে না। একইসঙ্গে তিনি রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে এবং সবাইকে এজন্য নথি দেখাতে হবে বলে মন্তব্য করেন।

রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারসতে সিএএর সমর্থনে এক মিছিল ও সমাবেশে দিলীপ ঘোষ ওই মন্তব্য করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বুদ্ধিজীবীমহল ও ছাত্ররা যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন তাদের ঠান্ডা করার উপায় জানা আছে বলে তিনি জানান।

এদিন মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত বিজেপি’র পক্ষ থেকে সিএএর সমর্থনে  ‘অভিনন্দন যাত্রা’র আয়োজন করা হয়। মিছিল শেষে বারাসতের হেলাবটতলা মোড়ের  সমাবেশে যোগে দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বছরের পর বছর সব  দল ভোটার খুঁজেছে। মানুষকে ভোটার বানিয়ে রেখেছে, নাগরিক বানায়নি। কিন্তু মোদি সরকার উদ্বাস্তুদের নাগরিক করার আশ্বাস দিয়েছিল। আর সেই কথাই রাখছে কারণ, আমরা এক বাপের ব্যাটা।’

তিনি জানান, হিন্দুদের সমর্থন করার জন্য, তাদের পাশে থাকার জন্য একশো শতাংশ সাম্প্রদায়িক আখ্যা পেতেও রাজি। মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ভোটবাক্সের জন্য নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন বলেও তার দাবি।

রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের দিকে ইঙ্গিত করে দিলীপ ঘোষ বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্যে  যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেজন্য দায়ী ‘লুঙ্গি বাহিনী’। মুখ্যমন্ত্রী ভোটের স্বার্থেই তাদের পাশে দাঁড়াচ্ছেন বলেও মন্তব্য করেন দিলীপ।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/আরআর)