ধোনির জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১০:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে মহেন্দ্র সিং ধোনির জোড়া রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি৷ ব্যাট হাতে কোহলির ৮৯ রানের দুরন্ত ইনিংস ভারতের সিরিজ জয়ে অন্যতম ভূমিকা নেয়৷ ব্যক্তিগত শতরান হাতছাড়া করলেও কোহলি সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে সব থেকে বেশি রান করার নজির গড়েন৷ এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন মহেন্দ্র সিং ধোনিকে।

তাছাড়া বেঙ্গালুরুতেই ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ৫ হাজার ওয়ানডে রানের মালিক হন বিরাট৷ এর আগে এই রেকর্ডটিও ছিল ধোনির নামে৷ তিন ফরম্যাট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে ধোনি ৩৩০ ইনিংসে ১১২০৭ রান সংগ্রহ করেছেন৷ বেঙ্গালুরুর হাফ-সেঞ্চুরির পর ক্যাপ্টেন হিসেবে তিন ফরম্যাটে কোহলির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ১৯৯ ইনিংসে ১১২০৮ রান৷ অর্থাৎ ভারতীয় অধিনায়ক হিসেবে এখন সব থেকে বেশি আন্তর্জাতিক রানের মালিক হলেন বিরাট৷

অন্যদিকে দলকে নেতৃত্ব দিতে নেমে কোহলি ৮৯ ইনিংসে ৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেন৷ ইনিংসের নিরিখে তিনিই এখন দ্রুততম ক্যাপ্টেন যিনি এই মাইলস্টোন ছুঁলেন৷ ধোনি ১২৭টি ইনিংসে দলরে নেতৃত্ব দিতে নেমে ৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেছিলেন৷ এতদিন সেটিই ছিল রেকর্ড৷ ক্রিকেটবিশ্বের মোট আটজন তারকা ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমে ৫ হাজার ওয়ান ডে রান পূর্ণ করেছেন৷

কিছুদিন আগেই সব ফরম্যাট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১১ হাজার রান করার বিশ্বরেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি৷ সেদিক থেকে বিরাটের মুকুটে যোগ হল একাধিক রঙিন পালক৷

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)