শাওমি থেকে আলাদা হয়ে ব্র্যান্ড হিসেবে পোকোর আত্মপ্রকাশ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৩:০৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০, ১৩:৩৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

২০১৮ সালে শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছিল পোকো ফোন। শুরুতে একটি মাত্র ফোন দিয়ে যাত্রা করে।  এবার শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে পোকো। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের শাওমি প্রধান মনু কুমার জৈন টুইটারে জানিয়েছেন, এবার থেকে পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে পোকো। যদিও পোকো ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৮ সালে বাজারে এসেছিল পোকো এফ ওয়ান। এর পর পোকো সাব-ব্র্যান্ডের অধীনে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি কোম্পানি। জৈন জানিয়েছে, ‘পোকো ব্র্যান্ড নিজে থেকেই পরিচালনা করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। পোকো এফ ওয়ানের দুর্দান্ত সাফল্যের পর স্মার্টফোন দুনিয়ায় নাম করেছে পেকো।’

এদিকে শিগগিরই পোকো এফ টু বাজারে আসবে বলে বিভিন্ন খবরে জানানো হয়েছে। 

এক প্রেস বিবৃতিতে শাওমি জানিয়েছে, ‘পোকোর নিজস্ব দল মার্কেটিং কৌশল তৈরি করবে।' বিবৃতিতে মনু জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে সাব-ব্র্যান্ড থেকে নিজস্ব পরিচয় বানিয়ে নিয়েছে পেকো। সব বয়সের মানুষের মধ্যেই দারুণ জনপ্রিয় পেকো এফ ওয়ান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এজেড)