সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ ও পদায়ন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৫:২৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০, ১৫:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। রবিবার আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।

এর আগে গত ১ জুলাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের সুপারিশ করে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ ও পদায়ন করল আইন মন্ত্রণালয়।

আদেশ বলা হয়েছে, কমিশনের নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বাংলাদেশ ‘জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০,৯৩৫-৬৪,৪৩০ বেতনক্রমে এদের সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশ কাল হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। তবে স্থায়ীকরণের আগে মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগ প্রাপ্ত সহকারী জজকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি বলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএ/জেবি)