চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৭:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের হয়ে এরপর যদি ধোনি কখনো মাঠে নাও নামেন, তারপরও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। এমনটাই মন্তব্য করেছেন চেন্নাই দলের সত্ত্বাধিকারী ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন।

শুধু এ বছরই না, শ্রীনিবাসন জানিয়েছেন আগামী বছর আইপিএলের নিলামে তার নাম উঠলে সেখানেও তাকে দলে নিতে চায় চেন্নাই। সম্প্রতি ধোনীকে ভারত ক্রিকেট বোর্ড তাদের জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে। এরপরেই গুঞ্জন ওঠে ধোনি খেলা চালিয়ে যাবেন কি না। তবে শ্রীনি জানান, ধোনি অবশ্যই এ বছর আইপিএল খেলবেন। তার অধীনে আইপিএলে তিনটি শিরোপা জিতেছে চেন্নাই।

এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিরও দুটি শিরোপা আছে তাদের। ধোনি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরলেও তার জন্য জাতীয় দলের দরজা এখনো বন্ধ হয়ে যায় নি। কোচ রবি শাস্ত্রী বলেছেন, আইপিএলে পারফর্ম করলে, ভারতের টি-২০ বিশ্বকাপের দলে জায়গা হতে পারে তাঁর। গেলো বছর বিশ্বকাপের পর ভারত দলের হয়ে আর মাঠে নামেন নি ধোনি।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এআইএ)