বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৭:২৮

আসন্ন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টের ক্যাম্পের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি হবে প্রথম টেস্ট। এদিকে ঘোষিত স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হবে ২০ জানুয়ারি (সোমবার)।

টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন আজহার আলী। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের তিনজন ক্রিকেটার আছেন এই টেস্ট দলে। এরা হলেন- বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।

২০ জানুয়ারি টেস্ট ক্যাম্প শুরু হলেও এই তিন ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই ক্যাম্পে যোগ দিবেন। পাকিস্তানের এই প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের পরে।

প্রাথমিকভাবে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :