কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৭:৪১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। শহরের মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি হয়। নজিরবিহীন এই মানববন্ধনের কারণে থমকে দাঁড়ায় শহরের জীবন যাত্রা। মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবি ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসাছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন হয়।

মানববন্ধনকালে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ সতর্কতা।

সকাল সোয়া ১০টা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। প্রেসক্লাবের সামনে মানবন্ধনকারীদের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোবারকউল্লাহ, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহিম কাশেমী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, এনামুল হাসান, কেফায়েত উল্লাহ, জেলা জামে মসজিদের খতিব বেলায়েত উল্লাহ, মারুফ কাশেমী, নোমান হাবিবি, আব্দুল হক, জয়নাল আবেদীন, বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি শহরের কান্দিপাড়ায় খতমে নবুয়্যত নামে একটি মাদ্রাসা কাদিয়ানিদের দখল চেষ্টার অভিযোগে কওমি ও কাদিয়ানিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)