‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি’

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৮:৩৪

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি।’

সোমবার সকালে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি সবার উদ্দেশে বলেন, ‘মাদক বিক্রেতাদের সম্পর্কে সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার। যারা মাদক বিক্রি করবে, তাদের প্রতি আমরা নির্মম হব। পুলিশের কোনো কর্মকর্তা মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া ইভটিজিংসহ নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল/এলএ)