মধুর বিড়ম্বনায় টাইগার কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৯:৪০ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ১৮:৩৫

পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ কেমন হতে পারে, ভাতে গেলেই যেনো জট পাকাচ্ছে মাথায়। বিপিএলে ওপেনিংয়ে নামা আফিফ হোসেন ধ্রুব’র কথা বাদ দিলেও নিয়মিত ওপেন করেন এমন আরও ৫জন ব্যাটসম্যান আছেন স্কোয়াডে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই পাঁচজনের প্রত্যেকেই আছেন ভালো ফর্মে। কাকে কোন পজিশনে খেলানো হবে এই বিষব বিষয় নিয়ে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কিছুটা মধুর বিড়ম্বনাতেই আছেন বলা চলে।

অবশ্য চিন্তার বিষয় হলেও, দুশ্চিন্তা নয়। তবে একটু দ্বিধা ত আছেই। মুশফিকুর রহিম না থাকায় টি-টোয়েন্টি দলের লাইনআপে অদলবদল আসবই। প্রথম দেখায় তামিম ইকবালকে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কিভাবে ব্যবহার করবেন- সেই প্রশ্ন উঠেছে।

সাধারণত মারকুটে ওপেনার হিসেবে পরিচিত হলেও বঙ্গবন্ধু বিপিএলে তামিম ছিলেন দলের ইনিংসকে ধরে রাখার ভূমিকায়। এই ভূমিকায় তিনি সফলও হয়েছেন। তাই জাতীয় দলে খেলার সময়ও কিছুটা ধীর হয়ে যান কি না- সেটি অনেকেরই ভাবনা।

তামিমের ভূমিকা ও দলের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুলেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘তামিমের সাখে এটাই আমার প্রথম সফর। তাকে আরও ভালো করে বুঝতে পারব। বিপিএলে কোন ভূমিকায় খেলেছে, দেখেছি। আলোচনা করতে হবে জাতীয় দলের ভূমিকা নিয়ে। এখনো তার খেলার ধরন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এ নিয়ে ভাববো।’

ব্যাটসম্যানে ঠাসা ব্যাটিং লাইন আপ কেমন হবে, সে প্রসঙ্গে নিজের পরিকল্পনার আভাস দিলেন ডোমিঙ্গো। বললেন, ‘মিডল অর্ডারে অন্যরা কেমন করে এটাও আমাদের দেখতে হবে। ভারত সিরিজে তিনে ব্যাট করা সৌম্য হয়তো ছয়ে নেমে যাবে। রিয়াদ পাঁচে ব্যাট করতে পারে। আফিফ তিনে বা চারে থাকতে পারে। আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। শান্ত সম্প্রতি ভালো করছে। তাই সব মিলিয়ে আমাদের হাতে এখন অনেক অপশন। ওপেনার তো দুইজনকেই নিতে হবে আর বাকিদের দিয়ে অন্যান্য জায়গা ভরাট করতে হবে।’

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব- দলে বেশ কয়েকজন ওপেনার থাকায় ওপেনিংয়ে অভ্যস্ত ব্যাটসম্যানদের অভ্যস্ততা থাকার ওপর জোর দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটাররা যেকোনো পজিশনেই ব্যাট করতে পারে। মরগানকে তিনে দিলেও ভালো করবে, ছয়ে দিলেও ভালো করবে। কের উইলিয়ামসনকে যেকোন পজিশনে নামালেই সে ভালো করবে। এমনও হতে পারে লিটনকে চারে ব্যাট করতে হচ্ছে, মিঠুনকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যেতে হচ্ছে আর আফিফ ওপেন করতে নামছে।’

তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর চারদিন বাদেই। ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মিশন শুরু করবে টাইগারবাহিনী।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :