নরসিংদীতে শহীদ আসাদ দিবস পালন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৯:০৪

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ৬৯ এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদকে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত শিবপুরের ধানুয়ায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া শহীদ আসাদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শহীদ আসাদ কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে আসাদের স্মরণে আলোচনা সভা হয়।

১৯৬৯ এর এই দিনে ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নরসিংদীর শিবপুরের সন্তান আমান উল্লাহ মোহাম্মদ আসাদ। সেই থেকে দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল/এলএ)