চিরনিদ্রায় শায়িত এমপি মান্নান

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার তার নির্বাচনী এলাকা সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা সদরে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থান উপজেলা সদরের বালুয়াহাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে দাফন করা হয়।

এর আগে দুপুরে এমপি মান্নানের লাশ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সোনাতলা উপজেলা সদরে নেয়া হয়। বাদ জোহর সোনাতলা স্টেডিয়াম মাঠে নামাজে জানাজা হয়। এরপর তার লাশ সড়কপথে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে নেয়া হয়। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে গার্ড অব অনার দেয়া হয় এবং বিভিন্ন সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রয়াত এমপি মান্নানের জানাজায় অংশ নেন- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, প্রধানমন্ত্রী স্পিচ রাইটার নজরুল ইসলাম খান, বগুড়া-১ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা জাসদ (ইনু) সভাপতি রেজাউল করিম তানসেন,  জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু, মরহুমের ছেলে সাখাওয়াত হোসেন সজল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ সর্বস্তরের মানুষ।

এমপি মান্নান গত শনিবার সকালে ঢাকার ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে সেখানে গেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে দ্রুত ঢাকার ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আব্দুল মান্নান ১৯৫৩  সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রয়াত আব্দুল মান্নান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)