সাসটেইনিবিলিটি রিপোর্টিংয়ে বিজিএমইএ’র কর্মশালা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ২১:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উদ্যোগে ‘সাসটেইনিবিলিটি রিপোর্টিং' কর্মশালা হয়েছে। ইউএনডিপি ও গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার বিজিএমইএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রবিবার গুলশান ক্লাবে এ কর্মশালা হয়। এর উদ্দেশ্য ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি গোল) অর্জন এবং বাংলাদেশ সরকারের জাতীয় অগ্রাধিকারভিত্তিক সূচকগুলো (৩৯+১) বাস্তবায়নের সঙ্গে পোশাক শিল্পকে কিভাবে একীভূত করা যেতে পারে, তা নিয়ে মতবিনিময় করা।

কর্মশালায় বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ, এসডিজির সঙ্গে যুক্ত বিভিন্ন পোশাকপ্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং ইউএনডিপি ও গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব পরিচালনা করেন জিআরআই সাউথ এশিয়ার সাসটেইনিবিলিটি বিশেষজ্ঞ পালআভি আতরি।  কর্মশালায় বিজিএমইএ’র এসডিজি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি’র  চেয়ারপারসন ওয়াসিম জাকারিয়াও বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/জেআর/কেএম/এলএ)