নোয়াখালী পৌরভবনে হাত বোমা নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ২২:১৯

নোয়াখালী পৌরভবনে পরপর দুটি হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা দুটি পৌরভবনের দেয়ালে লেগে বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমা দুটির অংশ উদ্ধার করে পুলিশ।

পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, রবিবার গভীর রাতে হঠাৎ করে পৌর ভবনে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় পৌরভবনের তিনজন নৈশ্যপ্রহরী থাকলেও তারা ঘটনাস্থলে আসার আগে হামলাকারীরা পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের সময় প্রহরীদের মধ্যে একজন গার্ডরুমে, একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে গাড়ির কাছে ছিলেন বলে তারা জানিয়েছে।

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভির ফুটেজ দেখা হচ্ছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :