বরিশালে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ২২:৩২

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশালে ভ্রাম্যমাণ আদালত চারটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, বরিশালের হিজলা থানায় হাসপাতাল রোডে কয়েকজন ডায়গনস্টিক সেন্টার প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন সংবাদে সেখানে র‌্যাব-৮, বরিশালের একটি দল অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় হাতেনাতে মেডিকেল ফিজিওথেরাপি সেন্টারের মালিকদের আটক করা হয়।

র‌্যাব জানায়, ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহার অনুপোযুগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। তাছাড়া রোগীদের বিভিন্নভাবে হয়রানি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়।

আটক মাসুম বিল্লা, রুহুল আমিন ও জালাল হককে ২০ হাজার টাকা জরিমানা, জাহিদুল ইসলামকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড, জাকির হোসেনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড, খলিলুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা ও দুই  মাসের বিনাশ্রম কারদণ্ড এবং অনন্ত কুন্ডকে এক  মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)