জাপা ছাড়লেন রাজশাহী নগর সভাপতি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ২২:৪৩

জাতীয় পার্টি (জাপা) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাজশাহী মহানগরের সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। সোমবার দুপুরে তিনি এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে। বর্তমানে বাচ্চু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সে দেশের নাগরিকও। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টাও তিনি।

গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের ক্ষুদেবার্তায় শারহাবুদ্দিন বাচ্চু বলেন, আমি মো. শাহাবুদ্দিন বাচ্চু ঘোষণা করছি যে, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছি। আমি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জাতীয় পার্টির সঙ্গে যুক্ত রয়েছি। মূলত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের আদর্শ বুকে ধারণ করে।

তিনি লেখেন, বর্তমানে পার্টির ভেতরে কোনো প্রকার সমন্নয় না থাকায়, পার্টির বর্তমান চেয়ারম্যানের স্বজনপ্রীতি, এরশাদের আদর্শ থেকে বিচ্যুতি হওয়া, ত্যাগীদের অবমূল্যায়ন, সাংগঠনিকভাবে অদক্ষতাসহ বিভিন্ন অনিয়মের কারণে সকল পদ-পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

বাচ্চু আরও লেখেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, ভক্তি ছিল, আছে, থাকবে। উনার আদর্শের বিচ্যুতির প্রতিবাদেই মূলত পদত্যাগের মূল কারণ। ক্ষুদেবার্তা দেয়ার পর মুঠোফোনেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাচ্চু।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :