যে পানীয়ে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ০৮:৩৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ১০:২২

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

দিন দিন বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। দেশ-বিদেশে একই চিত্র। ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে মানুষ নয়া দিশা খুঁজছে। আমেরিকার একটি জার্নালে সম্প্রতি একটি তথ্য প্রকাশ পেয়েছে। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওকানাগান ক্যাম্পাস একটি নতুন পানীয়ের সন্ধান দিয়েছে। যা খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। 

এই পানীয়র নাম কেটোন মনয়েস্টার ড্রিঙ্কস। একটি জনপ্রিয় নতুন পুষ্টি পরিপূরক। পরীক্ষায় দেখা গেছে, এই পানীয়ের মাধ্যমে মানুষের পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে থাকে। এই পানীয় বাজারে কয়েক বছর ধরেই রয়েছে। কিন্তু উপযোগিতা সম্পর্কে মানুষের মধ্যে কোনো ধারণা ছিল না। এই পানীয়ের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমবে। 

অন্তত ১৫ জনের ওপর এই পানীয় পরীক্ষা করা হয়েছে। সারারাত না খেয়ে থেকে রক্ত পরীক্ষার ঠিক ৩০ মিনিট আগে এই পানীয় পান করেছিলেন তারা। পরীক্ষার ফলে দেখা গিয়েছে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিয়েছে এই পানীয়। ইনসুলিনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তাই বিশেষজ্ঞদের মত, প্রতিদিন একটু একটু করে এই পানীয় পান করুন। ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। ‌‌‌

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)