সিরিয়ায় রুশ সেনাদের আটকে দিল মার্কিন সেনারা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ১২:০১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ১২:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দিয়েছেন মার্কিন সেনারা। স্থানীয় সময় শনিবার পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদালু এজেন্সি।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশের রুমাইলান তেলক্ষেত্র নিয়ে দেশ দুটির মধ্যে চলমান বিবাদের মধ্যেই এমন ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রের বরাতে আনাদালু জানায়, তেলক্ষেত্রটির দিকে যাওয়ার সময় রাশিয়ান সেনাদের আটকে দেয় মার্কিন সেনারা। পরবর্তীতে তারা রুশ সেনাদের আমুদা জেলার দিকে যেতে বলেন। এরপর তেলক্ষেত্রের দিককার গন্তব্য বাতিল করে যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যেতে বাধ্য হন রুশরা।

অন্যদিকে গেল বৃহস্পতিবার রুমাইলান তেলক্ষেত্রের নিকটে একটি সেনাক্যাম্প করতে যাওয়ার সময় গেল বৃহস্পতিবার রুশ সেনাদের আটকে দিয়েছিল ওয়াইপিজি গ্রুপ। কামিশিলি শহর দিয়ে তেল সমৃদ্ধ ওই অঞ্চলটি যাওয়ার পথে রুশদের বাধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াইপিজি।

ঢাকা টাইমস/২১জানুয়ারি/একে