ইভিএম নিয়ে রিটের শুনানি রবিবার

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ১৪:৩০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ১৫:১২

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট।
একইসঙ্গে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচপারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণের কথা রয়েছে। এর আগে এই রিট দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এআইএম/জেবি)