শ্বাসরুদ্ধকর ম্যাচে থাইল্যান্ডকে হারালো টাইগ্রিসরা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ১৪:৩৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ১৪:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ভারতের পাঠনায় টসে হেরে আগে ব্যাট করে নেম নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে থাইল্যান্ড নারী দিল। দুর্দান্ত ব্যাট করে থাইদের পক্ষে চানতাম সর্বোচ্চ ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানার ১ উইকেট নেন।

১২১ রানের জবাবে শুরুতেই ওপেনার ফারজানাকে হারালেও আরেক ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে ম্যাচের শেষ দিকে দ্রুত উইকেট হারালে হারের শংকায় পড়ে বাংলাদেশ নারী দল। ৮ উইকেট হারালো ফাহিমার দৃড়তায় শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ জয় পায় দুই উইকেটে। ফাহিমার ব্যাট থেকে আসে ২৮* রান।

সংক্ষিপ্ত স্কোর:

থাইল্যান্ড: ১২০/৩ (২০)

চানতাম ৬০, জাহানার ১/৩৮।

বাংলাদেশ: ১২৪/৮ (২০)

শামীমা ৩৮, ফাহিমা ২৮*।

বাংলাদেশ দুই উইকেট জয়ী। আগের ম্যাচে ভারত এ দলের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ নারী দল।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এআইএ)