মাদারীপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রওশনারা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৫:৩৫ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৫:২৮

মাদারীপুর সদর উপজেলার ৯ নম্বর পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশনারা আখতার জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি জাতীয় শিক্ষা পদক ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে রওশনারা আখতারের নাম ঘোষণা করা হয়েছে। প্রধান শিক্ষিকা রওশনারা আখতার মাদারীপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ইলিয়াস পারভেজের স্ত্রী।

রওশনারা বলেন, দেশপ্রেম ও দেশের মানুষের সেবার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মাধ্যমেই প্রকৃত মুক্তি অর্জন সম্ভব। আর প্রাথমিক বিদ্যালয় হলো মা কিংবা পরিবারের বাইরের প্রথম প্রতিষ্ঠান, যেখানে শিশুর হাতেখড়ি। আর এ শিশুরাই বিকশিত হয় সুনাগরিক হিসেবে। এ বোধ থেকে এ পেশায় এসেছি। আজীবন এ উপলব্ধি নিয়ে শিশু শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :