কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার: ফিঞ্চ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ১৬:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের মাটিতে পরপর দু’বার ওয়ান ডে সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই ঘরে ফিরছে অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর বিপক্ষ অধিনায়ককে। বলে দিচ্ছেন, বিরাট কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। সর্বকালের সেরাদের তালিকায় রোহিত শর্মাকে প্রথম পাঁচে রাখছেন ফিঞ্চ।

বেঙ্গালুরুতে শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রোহিতের ১১৯ এবং কোহালির ৮৯ রানের সৌজন্যে খুব সহজেই সে রান টপকে যায় ভারত। সিরিজ জেতে ২-১। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ফিঞ্চ বলেছেন, ‘ভারতের হাতে কোহলি আছে। যে সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। আর রোহিত সর্বকালের প্রথম পাঁচ জন ওয়ান ডে ব্যাটসম্যানের মধ্যে পড়বে। ওরা অসাধারণ। ভারতের এই দলটার বৈশিষ্ট্য হল, গুরুত্বপূর্ণ ম্যাচে ওদের অভিজ্ঞ ক্রিকেটাররাই আসল খেলাটা খেলে দিচ্ছে।’

সবশেষ ম্যাচে চোটের জন্য শিখর ধাওয়নকে পায়নি ভারত। কিন্তু সেই ধাক্কা সহজেই সামলে দেন রোহিত এবং কোহলি। যা নিয়ে ফিঞ্চ বলেছেন, ‘ধাওয়ানকে শুরুতে ওরা পায়নি। তা সত্ত্বেও দুরন্ত সেঞ্চুরি করে গেল রোহিত। ওদের অভিজ্ঞ ব্যাটসম্যানরাই বেশির ভাগ রান করে দিচ্ছে এই সব বড় ম্যাচে। একটা সেরা ব্যাটিং লাইনের-আপের এটাই পরিচয়।’

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এআইএ)