স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেলো টাইগার যুবারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৮:১৪

দারুণ দলীয় নৈপুণ্যে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১০ম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ অনেকটা নিশ্চিত হয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন টাইগার শিবিরের।

শুরুতে টসে জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড এদিন টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। রাকিবুল হাসানের হ্যাটট্রিকের দিনে স্কটিশরা গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র ৩ জন। বাংলাদেশের পক্ষে রাকিবুল চারটি, শরিফুল ইসলাম ও তানজিম হোসেন সাকিব দু’টি এবং শামিম হোসেন ও মৃত্যঞ্জয় চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার তানজিদ হাসান কোনো রান জড়ো করার আগেই ফেরেন সাজঘরে। চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন আগের ম্যাচের জয়ের নায়ক পারভেজ হোসেন ইমন।

তবে ৯ বলে ১০ রান করা শামিমের বিদায়ের পর ইমনও আউট হয়ে যান, তার আগে ১৫ বলে ২৫ রান করেন ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে।

এরপর তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়ের সাবধানী ব্যাটিং দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। হৃদয় ২৭ বলে ১৭ ও মাহমুদুল ৪৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

স্কটিশদের পক্ষে তিনটি উইকেটই শিকার করেন সিন ফিসচার।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড ৮৯ (৩০.৩ ওভার)

উজাইর শাহ ২৮, অ্যাঙ্গাস গাই ১১,

রাকিবুল ৫.৩-০-২০-৪, শরিফুল ৭-২-১৩-২, সাকিব ৪-১-১৬-২, মৃত্যঞ্জয় ৫-২-৮-১, শামিম ৫-১-১৫-২

বাংলাদেশ ৯১/৩ (১৬.৪ ওভার)

জয় ৩৫*, পারভেজ ইমন ২৫, তৌহিদ হৃদয় ১৭*, শামিম ১০

ফিসচার ৪-০-২৭-৩

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :