সুনামগঞ্জে ৩ রেস্তোরাঁকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৪৪ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ২১:৩৭

পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে সুনামগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টসহ তিনটি রেস্তোরাঁ মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের তিনটি রেস্টুরেন্টে এই অভিযান চালান সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। আরো ছিলেন, সহকারী কমিশনার এমএম রেজাউল করিম, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল হালিম, পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রমুখ।

জানা যায়, পঁচা-বাসি খাবার পরিবেশন এবং রান্না করা মাংস এবং কাঁচা মাংস একত্রে রাখায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার, সুরমা মার্কেট সংলগ্ন রান্নাঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ডিএস রোড এলাকা তাহিতি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :