চাঁদপুরে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ২১:৪৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে বিভিন্ন পণ্য পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে শহরের বিপনীবাগ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এই অভিযান পরিচালনা করেন।

বিপনীবাগ বাজারে অভিযানে চাল, গম, আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ  এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইনে গাজী স্টোরের স্বত্ত্বাধিকারী আব্দুল কাদেরকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং মিজানুর রহমানকে একই অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

একই দিন বিপনীবাগ বাজারে হাজী স্টোরের স্বত্ত্বাধিকারী হানিফকে চাল, গম, আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে এক হাজার টাকা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা দেন পাট অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, পেশকার জহিরুল ইসলামসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম/ইএস)