ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্যমেলা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ২২:১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’-  এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী তথ্য মেলা স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

মেলায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা আহমেদ। সনাক সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সনাক সহসভাপতি আবদুন নুর, সনাক সদস্য মোহাম্মদ আরজু, সনাক সদস্য প্রকৗশলী আশরাফ উদ্দিন আহম্মদ। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল স্থান পায়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড় জমে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)