অবৈধ গ্যাস সংযোগে দুই জনের কারাদণ্ড

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ২৩:৩১

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে ঘোষবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোষবাগ এলাকায় তিতাস কর্তৃপক্ষের অভিযান পরিচালনায় এ কারাদণ্ড দেয়া হয়।

এসময় পূর্বা অ্যাপারেলস নামে একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানাসহ দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর জেলার রুপাগোরা গ্রামের মানিক আলী ও নওগাঁ সদর জেলার ফিরোজ হোসেন।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত সায়েম জানান, তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ দেয়া হয়েছে এমন সংবাদে অভিযান পরিচালনা করেন তারা। 

এসময় নির্বাহী হাকিম ইবনে সাজ্জাদ এ কারাদণ্ড দেন এবং পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানাসহ দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। 
এদিকে আটকরা ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা ইয়ারপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও আসলাম নামে এক ঠিকাদারের সংশ্লিষ্টতার কথা সাংবাদিকদের জানান। 
তবে মজিবর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএল/ ই্রসে