ফের দিল্লি দখলে প্রত্যয়ী কেজরিওয়াল

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০৮:১০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ৷ ভারতের কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় ফের জিততে প্রত্যয়ী আম আদমি পার্টি (আপ)। বিজেপিকে টেক্কা দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে কেন্দ্রের সবচেয়ে কাছের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া নরেন্দ্র মোদির বিজেপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মনোনয়ন জমা দিয়েছেন কেজরিওয়াল। উন্নয়নে ভর করেই দিল্লিতে ফের আপ ক্ষমতায় ফিরবে বলে দাবি তার৷

কেজরি বলেন, ‘দিল্লিতে আবারও ক্ষমতায় আসবে আপ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে৷ আম আদমি পার্টিকে হারাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা। গত পাঁচ বছরের উন্নয়নে ভরসা রয়েছে৷ উন্নয়নের নিরিখেই আপ প্রার্থীদের ভোট দেবেন দিল্লিবাসী৷’

এখন পর্যন্ত হওয়া বিভিন্ন জরিপ দিল্লির মসনদে আম আদমি পার্টি পুনরায় আসীন হবে বলে আভাস দিয়েছে।

৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট৷ দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে৷ আগামী ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটের ফল ঘোষণা হবে৷

ঢাকা টাইমস/২২ডিসেম্বর/একে