চীনের রহস্যজনক ভাইরাস: ভারতেও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ০৮:৩৯

সম্প্রতি চীনে দেখা দিয়েছে রহস্যজন নোভেল কোরোনা ভাইরাস। এরপরই তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এমতবস্থায় সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। এবার একই কারণে ভারতের বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে।

চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ যেসব দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তদের পাওয়া গিয়েছে সেসব দেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষারও ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কোনো নাগরিক সর্দি-কাশিতে ভুগলে তাকে তার দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

নোভেলা কোরোনাভাইরাসের নির্দিষ্ট কোনও কারণ এখনও গবেষকরা বুঝে উঠতে না পারলেও অনুমান করা হচ্ছে পশু-পাখির সংস্পর্শে থাকা মানুষজনই মূলত এই ভাইরাসের শিকার। তবে এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেনি গবেষক ও চিকিৎসা মহল। চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাস দেখা গেলেও তা অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়েছে।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :